মানিকগঞ্জে তৌহিদী জনতার হামলায় তিন বাউল সমর্থকসহ আহত ৪

আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে
আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জে তৌহিদী জনতা ও বাউল সমর্থকদের সংঘর্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (রোববার, ২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর চড়ায় হয় তৌহিদী জনতা। আহতদের মধ্যে তিনজন বাউল সমর্থক এবং অপরপক্ষের আরেকজন রয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে বাউল শিল্পী আলিম, আরিফুল ও জহিরুলকে পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে তৌহিদী জনতার আহত ব্যক্তির নাম আব্দুল আলীম। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে শহিদ স্মৃতিস্তম্ভ এলাকায় পৌঁছায়।

আরও পড়ুন:

অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বাউল সমর্থক। পরে তৌহিদী জনতার মিছিলে অংশ নেয়া কয়েকজন তাদের উদ্দেশে ধাওয়া করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আহত চারজন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইএ