জার্মানিতে অ্যান্টি ড্রোন প্রদর্শনী অনুষ্ঠিত

অ্যান্টি ড্রোন প্রদর্শনী
অ্যান্টি ড্রোন প্রদর্শনী | ছবি: সংগৃহীত
0

ইউরোপজুড়ে অপ্রত্যাশিত ড্রোনের উপস্থিতি বাড়ায় জার্মানিতে অ্যান্টি ড্রোন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জার্মানির একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ন্যাটো ও জার্মানির সামরিক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে ড্রোন প্রতিরোধী বিভিন্ন মডেল উপস্থাপন করা হয়। আয়োজকদের প্রত্যাশা, আক্রমণ মোকাবিলায় বেশ কার্যকর হবে প্রদর্শনীটি।

ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপের বিভিন্ন দেশে বেড়েছে অপ্রত্যাশিত ড্রোনের উপস্থিতি। বিমানবন্দর, সামরিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্রসহ সরকারি বেসরকারি নানা স্থাপনায় সন্দেহজনক ড্রোনের লাগাতার উপস্থিতি আতঙ্ক বাড়াচ্ছে ইউরোপবাসীদের মনে। একারণে কীভাবে ড্রোনগুলোকে শনাক্ত ও সম্ভাব্য হুমকি মোকাবিলা করা যায় তা নিয়ে কাজ করছে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার, এ লক্ষে ন্যাটো ও জার্মান সামরিক বাহিনীর যৌথ উদ্যোগে জার্মানির বাল্টিক উপকূলের কাছে অ্যান্টি- ড্রোন সিস্টেম প্রদর্শনীতে নিজেদের মডেলগুলো উপস্থাপন করেন নির্মাতারা।

আরও পড়ুন:

মার্কিন সেনাবাহিনী ফুজ প্রোগ্রাম ডিরেক্টর ম্যাট উইলিস বলেন, ‘আমরা যে ধরনের ড্রোন হামলার মুখোমুখি হচ্ছি তা কেবল একটি প্রযুক্তির মাধ্যমে সমাধানযোগ্য নয়। তাই শনাক্ত, ট্রাকিং ও হামলা মোকাবিলার সার্বিক প্রস্তুতি নিতে এ ধরনের মহড়া বেশ গুরুত্বপূর্ণ।’

মার্কিন সেনাবাহিনী কর্নেল ক্রিস্টোফার এম হিল বলেন, ‘শুধু প্রতিরক্ষা নয়, আমরা প্রদর্শনীতে প্রতিপক্ষকে রুখতে কিছু আক্রমণাত্মক প্রযুক্তিও প্রদর্শন করেছি। আমরা সবসময় ভাবি চীন কী করছে? রাশিয়া কী করছে? এবার তাদেরকেও ভাবতে হবে ন্যাটো কী করছে?’

আয়োজকরা জানান, প্রতিরক্ষা বিভাগে নতুন কিছু সংযোজন করতে কয়েক দশক পর্যন্ত সময় লাগে। তবে এ ধরনের মহড়া এই সময়সীমাকে কমিয়ে আনবে বলেও মত তাদের।

পুটলোসের একটি সেনা প্রশিক্ষণ গ্রাউন্ডে অনুষ্ঠিত এই মহড়ায় অত্যাধুনিক ফোর্টেম ড্রোন হান্টার এফ সেভেন হান্ড্রেড, রাইফেল, জাল এবং উন্নত নজরদারি মনিটরের মতো প্রযুক্তি প্রদর্শন করা হয়।

সেজু