তিনি বলেন, ‘পূর্ববর্তী কোনো কমিশনকে এটির মুখোমুখি হতে হয়নি। বিষয়টি নিয়ে আইন হওয়ার পরই ইসির প্রস্তুতি পুরোদমে শুরু হবে।’
নাসির উদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আইন বিধি যেমন গুরুত্বপূর্ণ তেমনিভাবে নির্বাচনের সংশ্লিষ্ট ৯০ শতাংশ কাজ বিভিন্ন মাধ্যম থেকে হয়ে থাকে। ইসির আওতাধীন ১০ শতাংশ কাজ সহ সবকিছু সমন্বয় করতে গেলে রাজনৈতিক বাস্তবতাসহ সবার সহযোগিতা দরকার।’
এসময় নির্বাচনকালীন সময়ে পর্যবেক্ষক এবং গণমাধ্যম ভূমিকা তুলে ধরেন সিইসি। তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা বিশাল। গত ২-৩ দিনে এটা (জনগণের প্রত্যাশা) বুঝতে পেরেছি। যা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। যে চ্যালেঞ্জই সামনেই আসুক আমাদের মূল লক্ষ্যই জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া। এ প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোকেও দেয়া রয়েছে।’
ইসি সচিব আখতার আহমেদও এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। এক্ষেত্রে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে।





