একইদিনে গণভোট ও সংসদ নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি সরকারের
একইদিনে গণভোট এবং সংসদ নির্বাচন আয়োজন করতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়েছে। আর এটিকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ইসি। আজ (শনিবার, ২২ নভেম্বর) রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে কথা জানান সিইসি এ এম নাসির উদ্দিন।