প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূস ও শেরিং তোবগে (ফাইল ছবি)
ড. মুহাম্মদ ইউনূস ও শেরিং তোবগে (ফাইল ছবি) | ছবি: সংগৃহীত
0

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় দুই দেশের বাণিজ্য ও পরস্পর সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

আজ (শনিবার, ২২ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ অংশ নেন বাণিজ্য, কৃষিমন্ত্রীসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল।

এ সময় প্রায় ঘণ্টাখানেকের আলোচনায় উঠে আসে দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা ও সহযোগিতার কথা।

আরও পড়ুন:

এ সময় প্রধান উপদেষ্টা ছাড়াও পররাষ্ট্র, বাণিজ্য ও স্বরাষ্ট্রসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা।

রোববার ভুটানের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও সোমবার তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

সেজু