উৎসবের এক মাসের বেশি সময় আগেই বড়দিনের মৌসুমকে স্বাগত জানাতে শুরু করেছে ফরাসি রাজধানী নগরী। প্যারিসের আইকনিক চ্যাম্পস-এলিসিজ সেজে উঠেছে বর্ণিল আলোয়।
বিশ্বের অন্যতম সুপরিচিত পথের ধারে গাছে গাছে খেলে যাচ্ছে চোখধাঁধাঁনো আলোর ঢেউ। বিখ্যাত আর্ক ডি ট্রিয়ম্ফ পর্যন্ত আলোর মিছিল ক্ষণে ক্ষণে রঙ পাল্টে, গতি পাল্টে জানান দিচ্ছে আসন্ন উৎসবের।
আরও পড়ুন:
পাঁচশো কিলোমিটার দূরের আরেক রাজধানী নগরী, লন্ডন। শীতের হিমেল হাওয়ায় সেখানেও রাতের রাস্তা সেজেছে আলোয়, উপলক্ষ বড়দিন। বিখ্যাত কিউ গার্ডেনসে পা রাখলেই চোখ ঝলসে যাচ্ছে দর্শনার্থীদের। সন্ধ্যা নামলেই আলোর প্রদর্শনী, অর্কেস্ট্রার সুরের মূর্ছনা আর নাচে গানে উৎসব নেমে আসছে বাগানের টেম্পারেট হাউজ।
লন্ডনের কিউ গার্ডেন্স বাণিজ্যিক কার্যক্রম প্রধান অ্যাডাম থাও বলেন, ‘আমরা পাম হাউজ পুকুরের ওপর একটি সেতু তৈরি করেছি। আলো দিয়ে তৈরি একটি অর্কেস্ট্রা বসিয়েছি। বাতাসে ফুলের ঘ্রাণ ছড়িয়েছে, গাছ থেকে গাছে শাখার নিচে নিচে ছত্রাকের জাল ছড়িয়ে রয়েছে। তবে সব ছাপিয়ে টেম্পারেট হাউজের বাইরের আয়োজনই সকলের মন কেড়ে নেবে বলে মনে হচ্ছে।’
বছরের সবচেয়ে শান্ত সময়টাও দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর করে রাখতে, টানা ১৩ বছর ধরে আয়োজিত হয়ে আসছে ‘ক্রিসমাস কিউ’ নামের এ আলোক উৎসব। নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত এ উৎসবে পা পড়বে তিন লাখের বেশি মানুষের, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।





