রাইজিং স্টার এশিয়া কাপ: নাটকীয় সুপার ওভারে ভারত বধ, ফাইনালে বাংলাদেশ

রাইজিং স্টার এশিয়া কাপের সেমিতে ভারতকে সুপার ওভারে হারালো বাংলাদেশ
রাইজিং স্টার এশিয়া কাপের সেমিতে ভারতকে সুপার ওভারে হারালো বাংলাদেশ | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দল। সুপার ওভারে মাত্র ১ রানের টার্গেটে খেলতে নেমে ম্যাচ জেতে আকবর আলীর দল।

আগে ব্যাট করতে নেমে হাবিবুর রহমান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। প্রথম ৬ ওভারেই আসে ৪৯ রান। জিশান আলম এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি।

মাঝের ওভারে খানিকটা খেই হারায় বাংলাদেশ। যদিও শেষদিকে ঝড় তোলেন মেহেরব এবং ইয়াসির আলী রাব্বি। শেষ ৪ ওভারে স্কোরবোর্ডে যুক্ত হয় ৭৫ রান। এতে শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ১৯৪ রানে।

আরও পড়ুন:

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও রানের চাকা সচল রাখে ভারত। প্রিয়াংশ আর্য এবং জিতেশ শর্মারা ম্যাচে টিকিয়ে রাখেন তাদের। তবে শেষদিকে রিপন মন্ডল এবং রাকিবের দারুণ বোলিংয়ে ১৯৪ রানেই থামে ভারতও, ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে রিপনের বোলিংয়ে কোনো রান না করেই ভারত ২ উইকেট হারালে ১ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। জবাবে প্রথম বলেই ইয়াসিরের খামখেয়ালিপনায় উইকেট হারালেও পরের বলটি ওয়াইড হওয়ায় জয় পায় বাংলাদেশ।

এসএইচ