ভূমিকম্পে তিন জেলায় দুই শিশুসহ নিহত ৫

মিটফোর্ড হাসপাতালে মর্গের সামনে নিহতদের স্বজনদের আহাজারি
মিটফোর্ড হাসপাতালে মর্গের সামনে নিহতদের স্বজনদের আহাজারি | ছবি: সংগৃহীত
2

আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে আঘাত হানা ভূমিকম্পে তিন জেলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। পুরান ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে চারজন এবং নরসিংদীতে একজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভূমিকম্পে ঢাকা, নরসিংদী ও গাজীপুরে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।

পুরান ঢাকায় দেয়াল ধসে নিহত ৩

পুরান ঢাকার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন নিহত হন। তারা হলেন— রাফিউল ইসলাম (২০), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী; আব্দুর রহিম (৪৮), বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনায়; মেহরাব হোসেন (১২), আব্দুর রহিমের ছেলে।

লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন জানান, ভূমিকম্পের সময় তিনজন রাস্তা দিয়ে হাঁটছিলেন। এসময় ভবনের রেলিং তাদের ওপর ধসে পড়ে। পরে মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে তিনজনই মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় দেয়াল ধসে ১০ মাসের শিশু ফাতেমা নিহত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের সময় শিশুটির মা কুলসুম বেগম (৩০) তাকে কোলে নিয়ে দৌড়ে বাইরে বের হলে সড়কের পাশে থাকা একটি সীমানাপ্রাচীর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। কুলসুম ও প্রতিবেশী জেসমিন বেগম (৩৫) আহত হন। তাদের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদীতে এক বৃদ্ধ নিহত

নরসিংদীতে ভূমিকম্পের সময় একটি একতলা ভবনের ছাদ ধসে তিনজন গুরুতর আহত হন। এর মধ্যে কাজিম আলী (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া জেলায় বিভিন্ন ঘটনায় আতঙ্ক ও প্যানিক অ্যাটাকে আহত হয়েছেন অন্তত ৬০ জন। নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

ঢাকায় আতঙ্কে লাফ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বহুজন আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ভূমিকম্পের সময় হলের ভবন থেকে লাফ দিতে গিয়ে চারজন গুরুতর আহত হন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ১০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

গাজীপুরে পোশাক কারখানায় দেড় শতাধিক শ্রমিক আহত

গাজীপুরের শ্রীপুরে ডেনিমেক নামের একটি পোশাক কারখানা থেকে দ্রুত নামতে গিয়ে ১৫০ জনের বেশি শ্রমিক আহত হন। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামার সময় অনেকে পড়ে গিয়ে আহত হন।

এসএইচ