সংশোধিত তফসিল ও প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা ও ১০ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এতে চূড়ান্ত মনোনয়নের পর ১২ দিন প্রচার-প্রচারণার সময় পাবেন প্রার্থীরা।
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট হবে ১৩ পদের বিপরীতে। পদাধিকার বলে সভাপতি ও ট্রেজারার হিসেবে উপাচার্য দায়িত্ব পালন করায় শিক্ষার্থী সংসদের কার্যনির্বাহী কমিটি হবে ১৫ সদস্যের।
আরও পড়ুন:
এর আগে, এক দফায় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পর শীতকালীন অবকাশে ভোটার উপস্থিতি কম হবে জানিয়ে তারিখ সংশোধনের আবেদন করেন শিক্ষার্থীরা।
পরে শীতের ছুটি পিছিয়ে দেয়া হলে ভোটের আগে ৩ দিন বন্ধ থাকার বিষয় নিয়ে আপত্তি তোলেন শিক্ষার্থীরা। এমন অবস্থায় ভোটগ্রহণের তারিখ ৫ দিন পিছিয়ে ২৪ ডিসেম্বর নির্ধারণ করলো এ শিক্ষার্থী সংসদের নির্বাচন কমিশন।





