১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে শেখ মোরসালিনের একমাত্র গোলে ২২ বছর পর ভারতকে হারানোর স্বাদ পায় লাল-সবুজরা।
এদিকে এবারের ফিফা উইন্ডোতে ভারতের আগে নেপালের সঙ্গে খেলেছেন হামজা সোমিতরা। সেই ম্যাচে এগিয়ে গেলেও জিততে পারেনি বাংলাদেশ। শেষ মুহূর্তের গোল হজমে ২-২ ব্যবধানে ম্যাচটি সমতায় শেষ হয়েছিল।
আরও পড়ুন:
শেষ দুই ম্যাচ থেকে ১৭ দশমিক ১৩ রেটিং পয়েন্ট পেয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১১ দশমিক ১৯। অন্যদিকে, বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনমন হয়েছে ভারতের।
র্যাংকিংয়ে পরিবর্তন নেই শীর্ষ তিনে। সবার ওপরে অবস্থান স্পেনের, দুইয়ে আর্জেন্টিনা ও তিনে ফ্রান্স। তবে দুই ধাপ এগিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অবস্থান এখন ৫ নম্বরে।





