তারেক রহমানের জন্মদিনে আড়ম্বর অনুষ্ঠান না করতে নির্দেশ

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: এখন টিভি
1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছে দলটি। আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

আরও পড়ুন:

ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য জোর আহ্বান জানানো হলো।

সেজু