ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে তার গোলে লিড পেয়ে যায় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকে মোরসালিন-রাকিব বল দেয়া নেয়া করে ভারতের বক্সে এগিয়ে যান। রাকিব মোরসালিনের উদ্দেশে বল বাড়ান।
আরও পড়ুন:
ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং গোলপোস্ট থেকে বেরিয়ে আসেন। মোরসালিন অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে প্লেসিং করেন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে। বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের ডাগ আউটে তখন উল্লাসে মাতোয়ারা।
সেই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। তবে ম্যাচের শুরু থেকে আক্রমণে যেতে কিছুটা বেগ পোহাতে হয় বাংলাদেশকে। সফরকারী ভারত ম্যাচের ষাট মিনিটে একাধিকবার ডি-বক্সে ঢুকলেও গোলের মুখ পায়নি।





