এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে আবারও ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টেবিলের তলানিতে থাকায় দু'দলেরই মূলপর্বের টিকিট হাতছাড়া হয়েছে অনেক আগেই। তবুও মর্যাদার লড়াইয়ে অন্যতম চির প্রতিদ্বন্দ্বী দুই দলের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ।
ম্যাচ সামনে রেখে দুই দলই শেষ দিনের অনুশীলন সেরেছে। বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা অবশ্য জোর দিচ্ছেন ডিফেন্সিভ ডিসিপ্লিন আর দ্রুত কাউন্টার অ্যাটাকে। দলের ভরসা হামজায় থাকবে বিশেষ নজর। নিজেদের ডিফেন্স সামলানোর পাশাপাশি বিপক্ষ দলের ডিফেন্স ভেঙে গোল করতে পারায় বাংলাদেশ পাবে বাড়তি সুবিধা।
শেষ কয়েক ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়াও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও কাবরেরা তাকে শুরুর একাদশে রাখেন না। তবে এই ম্যাচে ভারতকে ভরকে দিতে জামাল হতে পারেন তুরুপের তাস। শোমিত শোমদের সাথে কিউবা মিচেলের অন্তর্ভুক্তি মাঝমাঠকে করবে আরও শক্তিশালী। নজরে থাকবেন জায়ান আহমেদও। তার গতি আর ড্রিবলিং দক্ষতা বাংলাদেশ দলে আরও প্রাণ সঞ্চার করবে।
তবে ম্যাচে চিন্তার কারণ হতে পারে রক্ষণভাগ। সাম্প্রতিক ম্যাচগুলোতে শেষ দিকে গোল খাওয়ার নজির থেকে বের হতে পারেনি বাংলাদেশ। তাই এই জায়গায় আরও মনোযোগী ফুটবলাররা। গোল কিপিং পজিশনে মিতুল মার্মার পারফরম্যান্সও প্রশ্নবিদ্ধ। যে কারণে ম্যাচে এই জায়গায় পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছু থাকবে না।
অন্যদিকে শক্তিশালী দল নিয়েই বাংলাদেশে এসেছে ভারত দল। দলে নিয়ে এসেছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত রায়ান উইলিয়ামসকে। তবে ফিফার অনুমতি জটিলতায় তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু না থাকলেও প্রাপ্তির খাতায় রয়েছে যোগ করার সুযোগ। যা পূরণ হতে পারে একটিমাত্র জয় দিয়েই। এ ম্যাচে অন্তত একটি জয় দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের শেষটা সুন্দর করতে চাইবে হামজা-জামালরা, সেটিই প্রত্যাশা বাংলাদেশের অগণিত ফুটবল ভক্তের।





