ক্রিকবাজকে এক সাক্ষাতকারে তামিম ইকবাল জানান, এরইমধ্যে ড্রাফট থেকে নিজের নাম সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছেন তিনি। ২০১২ সালে বিপিএল শুরুর পর থেকেই তামিম খেলেছিলেন প্রতিটি আসরেই। সবশেষ দুই আসরে ফরচুন বরিশালকে জিতিয়েছেন শিরোপা। সবমিলিয়ে নামের পাশে আছে ৩ শিরোপা।
আরও পড়ুন:
তবে চলতি বছরের মাঝপথে ডিপিএল চলাকালে হার্ট অ্যাটাক করেন তামিম। এরপর থেকেই খেলার মাঠে নেই তিনি। এবার নিজেকে সরিয়ে নিয়েছেন পরের আসর থেকে। অবশ্য বিপিএলের পরবর্তী আসরে দেখা যাবে না তার সবশেষ দল ফরচুন বরিশালকেও।





