এক মাসের মধ্যে হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি এনসিপির

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (সোমবার, ১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ দাবি জানান।

তিনি বলেন, ‘এই রায় শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর বিচারব্যবস্থার ইতিহাসেও দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে রায় কার্যকর করতে হবে। শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ও দ্রুত কার্যকর করতে হবে।’

আরও পড়ুন:

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের অধীনে গুম-খুন, মানবাধিকার লঙ্ঘন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর ও জুলাইয়ের গণহত্যা, এসব অপরাধের বিচার এ রায়ের মাধ্যমে একধাপ এগিয়েছে।’

‘আমরা কেবল রায়ে সন্তুষ্ট নই। রায় কার্যকর হওয়ার দিনই আমাদের শান্তি মিলবে,’ মন্তব্য করেন তিনি। জুলাই বিপ্লবের শহিদদের আত্মার শান্তির জন্যও রায় দ্রুত কার্যকরের দাবি জানান এনসিপির আহ্বায়ক।

শেখ হাসিনাকে অবিলম্বে দিল্লি থেকে দেশে ফেরত আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করব, সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর শেষে শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন।’

আরও পড়ুন:

এসময় তিনি আওয়ামী লীগ দল হিসেবেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছে বলে দাবি করে বলেন, ‘শেখ হাসিনা শুধু ব্যক্তি নয়; দল ও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই গণহত্যার নির্দেশনা দিয়েছেন। তাই আওয়ামী লীগের বিচারও নিশ্চিত করতে হবে।’

সাবেক আইজিপির সাজা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজস্বাক্ষী হলেও তার পাঁচ বছরের সাজা যথেষ্ট নয়। আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল।’

এসএস