‘গোল বন্যায়’ পর্তুগালের বিশ্বকাপ নিশ্চিত; ২৮ বছর পর ফিরলো নরওয়ে

আর্মেনিয়ার-পর্তুগাল ম্যাচে পর্তুগালের খেলোয়াররা
আর্মেনিয়ার-পর্তুগাল ম্যাচে পর্তুগালের খেলোয়াররা | ছবি: সংগৃহীত
0

২০২৬ ফিফা বিশ্বকাপে গত (রোববার, ১৬ নভেম্বর) নিজেদের জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল ও নরওয়ে। প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে পর্তুগাল। অন্যদিকে রোমাঞ্চকর জয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে নরওয়ে। ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ইতালি।

আর্মেনিয়ার বিপক্ষে এফ গ্রুপের শেষ ম্যাচে পর্তুগাল দলে ছিলেন না আগের ম্যাচে লাল কার্ড দেখা রোনালদো। সিআর সেভেন না থাকলেও ঘরের মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়ে প্রতিপক্ষের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করেছে রবার্তো মার্টিনেজের দল। হোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে ৯-১ গোলে জিতেছে তারা।

আরও পড়ুন:

অন্যদিকে আই গ্রুপে সবার চোখ ছিল ইতালি বনাম নরওয়ে ম্যাচে। বিশ্বকাপ নিশ্চিতে নরওয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিততেই হতো আজ্জুরিদের। তবে আর্লিং হালান্ডের জোড়া গোলে উল্টো ৪-১ গোলে হেরেছে ইতালি। নরওয়ে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করলেও এখন প্লে অফ বাধা পেরোতে হবে গাত্তুসোর দলকে। এ নিয়ে ৩২ দল আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

এফএস