আজ (রোববার, ১৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, ‘চাঁদপুর ২ আসনের সাবেক এই সংসদ সদস্যের নামে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ ১ কোটি ৮২ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জনের হদিস পেয়েছে দুদক। এছাড়া নিজ নামে ১৬টি ব্যাংক হিসাবে ঘুষ, দুর্নীতি ও মানিলন্ডারিং-এর মাধ্যমে ২৫৫ কোটি ২৫ লাখেরো বেশি টাকা অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রজু করে দুদক।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘একই সঙ্গে মায়ার স্ত্রী শামীমা চৌধুরীর বিরুদ্ধে নিজ নামে ৩৬টি ব্যাংক হিসেবে ১১১কোটি ৭৪ লাখ টাকার দুর্নীতি ও ঘুষ সংঘঠনের অভিযোগে উভয়ের বিরুদ্ধে আরেকটি মামলা রজু করেছে দুদক।’
এদিকে রেলওয়ের লাগেজভ্যান প্রকল্পের নামে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা করেছে বলেও জানান তিনি।





