ফ্রান্সে অরোরা খ্যাত নর্দার্ন লাইটের ঝলমলে আলোতে ভরে উঠলো রাতের আকাশ

অরোরা খ্যাত নর্দার্ন লাইট
অরোরা খ্যাত নর্দার্ন লাইট | ছবি: সংগৃহীত
0

ফ্রান্সের আলসেইস অঞ্চলের লাবারোশে অরোরা খ্যাত নর্দার্ন লাইটের ঝলমলে আলোতে ভরে উঠলো রাতের আকাশ।

তিনটি শক্তিশালী সৌর শিখা পৃথিবীমুখী হওয়ায় আকাশে দৃশ্যমান হয় রং-বেরঙের এই আলোর কণা।

সূর্য থেকে নিঃসৃত এক ধরনের ভূ-চৌম্বকীয় ঝড়ের কারণে পৃথিবীর মেরু অঞ্চল ছাড়িয়ে দূরদূরান্তেও দেখা দেয় অরোরা।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটাতেও একই সময়ে বিশাল আকাশজুড়ে দেখা গেছে সবুজ ও গোলাপি আভার এই আলোর নাচন।

সেজু