ফেনীতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন | ছবি: এখন টিভি
0

ফেনী শহরের মুক্ত বাজারে শহিদদের স্মরণে নির্মিত জুলাই শহিদ স্মৃতিস্তম্বে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ১৬ নভেম্বর) ভোর রাতে আগুন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেয়া হয়। ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে আমরা বুঝতে পারবো কখন কারা কীভাবে লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।’

আরও পড়ুন:

ফেনীর এ ক্যাটাগরি আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহিদদের অসম্মান করতে এভাবেই আগুন দেয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ যাচ্ছে পুলিশ চাইলে এ সব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।

সেজু