ময়মনসিংহে বিসিএসধারী প্রভাষকদের পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রভাষকবৃন্দ
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রভাষকবৃন্দ | ছবি: এখন টিভি
1

ময়মনসিংহে বিসিএস সকল প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ময়মনসিংহ জেলা ইউনিট বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে সকালে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজ ফ্রন্টের সামনে প্রভাষকরা দিনব্যাপী কর্মবৃদ্ধি কর্মসূচি পালন করেন।

অনতিবিলম্বে পদোন্নতির ডিপিসি (ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি) সভা সম্পন্ন করা, ৩৭তম ব্যাচ পর্যন্ত সকল পদোন্নতিবঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি, ৩৭ ব্যাচ পর্যন্ত যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করতে অনতিবিলম্বে সুপারনিউমারারি পদসৃজন করাসহ ৪ দফা দাবিতে ময়মনসিংহ জেলার ৮টি সরকারি কলেজের কর্মরত প্রভাষকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।

আরও পড়ুন:

এ সময় তারা দাবি করেন বিসিএসের অন্যান্য ক্যাডারে নিয়মিত পদন্নোতি দেয়া হলেও কেবল প্রভাষক হিসেবে একজন শিক্ষক ১০ থেকে ১৩ বছর ধরে শিক্ষকতা করলেও দীর্ঘদিন ধরে তারা পদন্নোতি থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই অনতিবিলম্বে ভূতাপেক্ষ পদোন্নতির জিও না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ও কর্মবিরতি পালনের হুশিয়ারি দেন তারা।

এর আগে গত ৯ অক্টোবর ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি উপস্থাপন করেন, সেখানে ১২ নভেম্বরের মধ্যে প্রভাষকদের দাবি বাস্তবায়ন না হলে ১৬ নভেম্বর থেকে যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতির জিও না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির আওতায় কর্মবিরতি পালনের হুশিয়ারি দেন ৮ কলেজের প্রভাষকরা ।

ইএ