‘পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছেড়ে সার্বজনীন বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে’

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আমির খসরু
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আমির খসরু | ছবি: এখন টিভি
0

পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছেড়ে সার্বজনীন বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ১৫ নভেম্বর) বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত দিনের এ দেশের যে রাজনীতি হয়েছে, অর্থনীতি হয়েছে, তা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি। নিদিষ্ট কিছু লোকের হাতে দেশের ব্যবসা–বাণিজ্য ক্ষমতা সব কিছু পুঞ্জীভূত হয়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে হলে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করে কিন্তু অর্থনীতিকে বাইরে রাখেন তাহলে সেটি হবে না।’

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, ‘আমাদের নতুন স্লোগান হলো অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। আমরা বলতে চাই অর্থনীতিতে গতিশীলতা আনতে হলে দেশের সকল নাগরিককে সমান ভাবে কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল সকল নাগরিকের কাছে যেতে হবে। ব্যবসা-বাণিজ্যে লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে, যাতে সকলেই সমান ভাবে অংশ নিতে পারে।’ তিনি বলেন, ‘যেকোনো সেক্টরে বিনিয়োগের মাধ্যমকে সহজ করতে হবে, কোনো প্রকার ভোগান্তি ছাড়াই একজন বিনিয়োগকারী তার অর্থ ব্যবসায় বিনিয়োগ করতে পারে সে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। আমরা ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের আরও সহজ করে দেব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে।’

এ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসনে মিয়া, জেলা বিএনপির আহবায়ক মোদারেরছ আলী ইছা, নায়াব ইউসুফ, ফারিয়ান ইউসুফসহ বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এএইচ