ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে বিভিন্ন অভিযানে ৫ কেজি স্বর্ণ, ১৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, ২ হাজার ৮৩৬ বোতল বিদেশি মদ, ৮ হাজার ৬২৬ বোতল ফেন্সিডিল, ৩৬৯ দশমিক ৩৫ কেজি গাঁজা, ৫৮ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ২২ দশমিক ২২৯ কেজি হেরোইন, ১ লাখ ২০ হাজার ২৬২ পিস যৌন উত্তেজক ট্যাবলেট। এছাড়া ২৫ বোতল এলএসডি ও ৪ দশমিক ৪০ কেজি কোকেন জব্দ করা হয়েছে।
এসব অভিযানে মোট ১৩ জন আসামিকে আটক করা হয়। এছাড়া যৌথ টাস্কফোর্সের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা, ১৭ হাজার ৪৮০ প্যাকেট অবৈধ বিড়ি-সিগারেট, ৭৩ হাজার কেজিরও বেশি নিষিদ্ধ ধরনের জাল। অবৈধ জাল তৈরির দুটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আরও পড়ুন:
উদ্ধারকৃত সব মালামালের বাজারমূল্য প্রায় ১৩৫ কোটি টাকা। এদিকে দৌলতপুর সীমান্তবর্তী মানুষের সেবায় বিজিবি উপজেলার দুর্গম উদয়নগর চর এলাকায় একদিন ব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পও আয়োজন করে, যেখানে ১৩৫ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
এসময় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’





