শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ জব্দ, আটক ১

মদসহ আটক একজন
মদসহ আটক একজন | ছবি: এখন টিভি
0

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ২৫৮ বোতল ভারতীয় মদ এবং একটি মোবাইলসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বিকেলে ঝিনাইগাতী উপজেলার গোমরা নামক স্থানে ওই অভিযান পরিচালনা করে বিজিবি।

আটক করা ওই ব্যক্তির নাম মো. আক্তার মিয়া (৩০)। সে ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের মৃত শাহ জালাল উদ্দিনের ছেলে।

আরও পড়ুন:

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমরা সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় আমদানি নিষিদ্ধ ২৫৮ বোতল ভারতীয় মদসহ আক্তার মিয়া নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক করা চোরাচালানী মালামালের সর্বমোট মূল্য চার লাখ ১৩ হাজার টাকা।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর অঞ্চলের সীমান্ত রক্ষায় ও চোরাচালানরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

এসএস