ঝালকাঠিতে সরবরাহ কম; সবজির দামে বেড়েছে চাপ

বাজারের বিভিন্ন সবজির ছবি
বাজারের বিভিন্ন সবজির ছবি | ছবি: এখন টিভি
0

ঝালকাঠিতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজিতে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ ক্রেতাদের নিয়ে এসেছে বাড়তি চাপের মুখে।

বাজার ঘুরে জানা গেছে, পাইকারি পর্যায়ে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়ার পরিবর্তন, পরিবহন ব্যয় বৃদ্ধি ও আবাদ কম হওয়ায় সরবরাহ সংকট তৈরি হয়েছে। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীও দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।

আরও পড়ুন:

ক্রেতারা জানান, প্রতিদিনের রান্নার উপকরণ কিনতেই এখন অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। গত সপ্তাহে যে সবজি ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যেত, এখন তা ৬০ থেকে ৭০ টাকার নিচে মিলছে না।

এদিকে প্রশাসনের বাজার মনিটরিং না থাকায় দামে অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ। তারা দ্রুত বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন। বাজার-সংশ্লিষ্টরা আশা করছেন, সরবরাহ স্বাভাবিক হলে সবজির দাম আবারও স্থিতিশীল হবে।

ইএ