সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরা শহরের জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের অভিযোগ এনে এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। আজ (বুধবার, ১২ নভেম্বর) বেলা দেড়টার দিকে শহরের খুলনা রোড মোড়ে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গতকাল (মঙ্গলবার, ১১ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তারা জানান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনাকে কলুষিত করার উদ্দেশে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, ‘এ ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আরাফাত ইসলাম, সংগঠনের অন্যান্য নেতারা ও সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা একই দাবিতে জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। তবে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টিকে গুজব ও অপপ্রচার বলে জানানো হয়েছে।

এসএস