ভারত ও নেপালের বিপক্ষে হামজার লক্ষ্য ছয় পয়েন্ট

হামজা চৌধুরী
হামজা চৌধুরী | ছবি: এখন টিভি
0

ভারত ও নেপালের বিপক্ষে আসন্ন দুই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চান হামজা চৌধুরী। আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর) মোবাইল অপারেটর কোম্পানি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়ে এমন কথা জানান এ ইংলিশ তারকা। বাংলাদেশের দর্শকদের সমর্থনে আপ্লুত তিনি। তিনি জানান, মাঠ এবং মাঠের বাইরে দেশকে প্রতিনিধিত্ব করা আলাদা সম্মানের।

বাংলাদেশ অগণিত ফুটবল সমর্থকদের দৃষ্টি কেড়েছেন। মৃতপ্রায় ফুটবলে ফিরিয়েছেন প্রাণ। মাঠ থেকে মাঠে বাইরে সব আলো যেন একাই নিজের করেছেন লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী।

এবার বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবির ব্যান্ড অ্যাম্বাসেডর হয়ে জ্বলে উঠলেন মঞ্চে। জানালেন মাঠের বাইরে থেকেও এমনভাবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা কতটা সম্মানের।

আরও পড়ুন:

হামজা লাল সবুজের জার্সি গায়ে পড়েছেন আট মাস আগে। এই সময়ে খেলেছেন ভারত, সিঙ্গাপুর,হংকংয়ের মতো বড় বড় দলের বিপক্ষে। তবে দেশের মানুষের প্রত্যাশার জায়গা পূরণে বারবার ব্যর্থ হলেও পেয়েছেন শর্তহীন ভালোবাসা।

দুইদিনের ব্যবধানে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে ম্যাচে ঘরের মাটিতে লড়াইয়ের দিন গুণছে বাংলাদেশ। সেই যুদ্ধের ফলাফলে যদিও কোনো সমীকরণ মেলানোর নেই হামজা-জামালদের।

এরপরও লাল সবুজের ঝান্ডা উড়িয়ে দলের সঙ্গে দেশের ভক্তদের ম্যাচ জয়ে আক্ষেপের অবসান ঘটাতে চায় বাংলাদেশ দলের প্রাণভোমরা হামজা চৌধুরী।

এসএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!