রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ইকবাল হোসেন রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের কালু মেম্বারের ছেলে।
থানায় তার বিরুদ্ধে চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবর ও মুজিব হত্যা, অপহরণ, সংঘর্ষসহ ১১টি মামলা পাওয়া গেছে।
আরও পড়ুন:
এছাড়া রাঙ্গুনিয়া, হাটহাজারি, ফটিকছড়িসহ আশপাশের উপজেলা মিলে ৪০টির বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে।
এসব মামলায় এর আগে একাধিকবার তাকে গ্রেপ্তার করা হলেও, জামিনে বের হয়ে আসেন।
গতকাল (সোমবার, ১০ নভেম্বর) রাতে রাউজান পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে কোনো অস্ত্র পাওয়া যায়নি।





