চলতি বছরের ৭ অক্টোবর ছিল বছরের প্রথম সুপারমুন, যার নাম ছিল ‘হার্ভেস্ট মুন’। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেসময় পূর্ণিমা হয়। আর ঐসময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়। একেই বলা হয় সুপারমুন।
আরও পড়ুন:
এ সুপারমুন দেখার এবং ছবি তোলার জন্য কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই। দূরবীন এবং মোবাইলই যথেষ্ট।





