গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে। তারপর দুপুর ১ টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও পানিতে তলিয়ে যান রিয়ানা আবজাল।
প্রায় ৫০ ঘণ্টা পরে তার মরদেহ ভেসে ওঠে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায়। সেখান থেকে উদ্ধার করে তার মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তী সকল আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা বলে জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক। নিহত রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তিনি পেশায় একজন পাইলট ছিলেন।





