এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল আয়োজন করেছিল আহমেদাবাদের এ স্টেডিয়াম। ভারতের গণমাধ্যমের খবর, সেমিফাইনালের জন্য ভাতের প্রাথমিক পছন্দ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। এছাড়া বিবেচনায় আছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামও।
আরও পড়ুন:
তবে বিশ্বকাপে কোনো ম্যাচ পাচ্ছে না ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়াম। দিল্লি, চেন্নাই, কলকাতা এবং আহমেদাবাদে হবে ভারত পর্বের ম্যাচগুলো। আরেক আয়োজক শ্রীলঙ্কার তিন মাঠে গড়াবে বিশ্বকাপের ম্যাচ। প্রাথমিকভাবে সেখানে প্রেমাদাসা এবং পাল্লেকেলে স্টেডিয়ামকে নির্বাচিত করা হয়েছে। বাকি ভেন্যুর জন্য বিবেচনায় আছে ডাম্বুলা এবং হাম্বানটোটা।





