শেরপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক নিহত, আহত এক

উল্টে যাওয়া কাঠবোঝাই ভ্যান
উল্টে যাওয়া কাঠবোঝাই ভ্যান | ছবি: এখন টিভি
0

শেরপুরের শ্রীবরদীতে কাঠবোঝাই ভ্যান উল্টে চালক আব্দুল খালেক (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন নাজিম উদ্দিন (৫) নামে এক শিশু। আজ (রোববার, ৯ নভেম্বর) সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আব্দুল খালেক রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের বাবুল মিয়ার ছেলে। আহত শিশু নাজিম একই গ্রামের মো. রুবেল মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার হালুয়াহাটি এলাকা থেকে কাঠবোঝাই ভ্যান নিয়ে রওনা হয় চালক আব্দুল খালেক। উচু নিচু ও খানাখন্দের কারণে কাঠ বোঝাই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে পাশের ক্ষেতে পড়ে যায়।

ওইসময় ভ্যান চালক আব্দুল খালেক এবং পথচারী শিশু নাজিম কাঠবোঝাই ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ভ্যানচালক আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা শিশু নাজিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।‘

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজিম বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এএইচ