আজ (রোববার, ৯ নভেম্বর) সকালে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভায় তিনি সভাপতিত্ব করেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমন মৌসুমে ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার।’
আরও পড়ুন:
তিনি জানান, এবার ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ধান ৩৪ টাকা, প্রতি কেজি সেদ্ধ চাল ৫০ টাকা এবং প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। এ উদ্যোগের মাধ্যমে কৃষক ন্যায্য মূল্য পাবেন এবং অভ্যন্তরীণ খাদ্য মজুত শক্তিশালী হবে।’




