স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে চার কোটি চার লাখ টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মিত হয়। কিন্তু উদ্বোধনের প্রায় ছয় বছর পার হলেও জনবল সংকট আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলায় বন্ধই রয়েছে এটি।
আধুনিক ভবন ও অবকাঠামো থাকা সত্ত্বেও চিকিৎসক সংকটের কারণে রোগীরা পাচ্ছেন না ন্যূনতম স্বাস্থ্যসেবা। বছরের বেশিরভাগ সময় তালাবদ্ধই থাকে হাসপাতালটি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, তাদের এলাকায় এত বড় হাসপাতাল থাকার পরও তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। ডাক্তার আসছে সপ্তাহে একদিন। হাসপাতাল থেকে যে সেবা পাওয়ার কথা তা তারা পাচ্ছেন না হাসপাতাল থেকে।
প্রতিদিন দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে এসে পাহাড়ি-বাঙ্গালী শিশু-নারী-পুরুষদের ফিরতে হয় হতাশ হয়ে। ডেলিভারিসহ জরুরি চিকিৎসার প্রয়োজনে যেতে হয় পার্শ্ববর্তী জেলায়। এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ।
স্থানীয়রা জানান, এ হাসপাতালে কোনো ডাক্তার দেখা যায় না। এখানে চিকিৎসার কোনো কার্যক্রম চালুই নেই বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন:
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান বান্দারবান পার্বত্য জেলা পরিষদের সংশ্লিষ্ট এ কর্তা।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পরিবার পরিকল্পনা বিভাগ ও সদস্য আহবায়ক রাজুমং মারমা বলেন, ‘দুই দিন না, তাদের দায়িত্ব হবার কথা সপ্তাহে যতদিন খোলা থাকে। আমাদের নিয়ম আছে সেন্টারগুলো ২৪ ঘণ্টা খোলা থাকার কথা। কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলব এবং এর সত্যতা যাচাই করার চেষ্টা করব।’
বর্তমানে হাসপাতালে ওষুধ সরবরাহও বন্ধ। গত বছর জুনেই শেষ হয়েছে চতুর্থ সেক্টর কর্মসূচি। পরবর্তী পঞ্চম সেক্টর কর্মসূচি অনুমোদন পেলে সেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে জানান এ কর্মকর্তা।
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. লেলিন তালুকদার বলেন, ‘অবকাঠামো আছে তবে আমাদের লোকবল দেয়া হয়নি। যার কারণে আমরা চালু করতে পারছি না। নতুনভাবে আবার প্রজেক্ট শুরু হবে সেটি এখনও অনুমোদন হয়নি। অনুমোদন হয়ে পেলে আমরা যে সেবাগুলো প্রদান করি তা কন্টিনিউ করতে পারব।’
১০ শয্যার এ হাসপাতাল ভবনের সঙ্গে একটি স্টাফ কোয়ার্টার। ২০১৭ সালের ২৫ মে হাসপাতালের ভিত্তিপ্রস্তর এবং ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অথচ এখনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লামার সাধারণ মানুষ।





