গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) তিনি জানান, এ বছর জি-টোয়েন্টি সম্মেলনে কোনো মার্কিন সরকারি কর্মকর্তা অংশ নেবেন না। কারণ হিসেবে শ্বেতাঙ্গ আফ্রিকানদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন তিনি।
ট্রাম্প জানান, জি-টোয়েন্টি সম্মেলনের আয়োজন যে দক্ষিণ আফ্রিকায় হচ্ছে, সেটাই লজ্জাজনক বিষয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত দুঃখজনক বলে জানালেও ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন:
আগামী ২২ ও ২৩ নভেম্বর জোহানেসবার্গে বসবে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির জোটের বার্ষিক শীর্ষ সম্মেলনের আসর। এরআগে ফ্লোরিডার মায়ামিতে ব্যবসায়ী নেতাদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সম্মেলনে নিজে যোগ দেবেন না বলে জানান ট্রাম্প। তার বদলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যোগ দেয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।





