আজ (শুক্রবার, ৭ নভেম্বর) বিকেলে ‘নভেম্বর থেকে জুলাই বিপ্লব থেকে বিপ্লবে’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব বলেন।
এসময় আসিফ মাহমুদ বলেন, ‘বিচারের অগ্রগতি হচ্ছে। ১৩ নভেম্বর একটি রায় হওয়ার কথা। ফ্যাসিবাদী শক্তি এজন্য লকডাউন ডেকেছে।’
আরও পড়ুন:
এসময় রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার বলেন, ‘সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের বৈধতা নেই।’ এ সরকার কীভাবে নির্বাচন আয়োজন করবে বলে প্রশ্ন রাখেন তিনি।
ফরহাদ মজহার বলেন, ‘নতুন রাষ্ট্র বিনির্মাণে গণঅভ্যুত্থানের পরে গণ সার্বভৌমত্বের প্রয়োজন পড়ে যার মাধ্যমে নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণ হয়।’
যেকোনো মূল্যে বর্তমান সংবিধান বাতিলের আহ্বান জানান তিনি।
এছাড়াও রাজনৈতিক দলগুলো কখনও ঐকমত্যে পৌঁছাতে পারবে না, কারণ তারা বিভিন্ন স্বার্থ এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলেও জানান এ রাষ্ট্রচিন্তক।





