প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে সরাইল বাজারের দিকে যাচ্ছিলেন।
আরও পড়ুন:
পথিমধ্যে সরাইলের বড্ডাপাড়া এলাকার সরাইল-নাসিরনগর সড়কের আলিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও যাত্রী নিহত হন।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





