এ ঘটনায় দগ্ধ তিনজনকে চিকিৎসার জন্য রাতেই জাতীয় বার্ন ইনস্টিটিউট নেয়া হয়েছে। দগ্ধরা হলেন, রবিউল (২২), জমির আলী (২৩) ও ইমরান (২২)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তারা ওই নির্মাণাধীন ব্রিজে চারজন রড টেনে উপরে তুলছিলেন। এসময় বৈদ্যুতিক তারে লেগে বিদুৎ স্পৃষ্ট হয় চারজন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিনের।
আরও পড়ুন:
এবিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বিষয়টি আমাদের জানানো হয়নি। আপনার কাছ থেকেই শুনলাম। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।
এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার সময় ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠাই। সেখানে ঘটনাস্থলে একজনকে মৃত পাওয়া যায়। বাকি তিনজনকে ঢাকায় পাঠানো হয়।





