আবারও চট্টগ্রামে দুর্বৃত্তের গুলি; অটোরিকশা চালক আহত

আহত অটোরিকশা চালক
আহত অটোরিকশা চালক | ছবি: এখন টিভি
1

আবারো চট্টগ্রামের বায়েজিদের চালিতাতলীতে দিনে দুপুরে বাম পা বিহীন অটোরিকশা চালককে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে চালকের বাম পা এবং ডান হাত গুলিবিদ্ধ হয়। আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) চট্টগ্রামের বায়েজিদের চালিতাতলীতে এ ঘটনা ঘটে।

আহত চালকের নাম মো. ইদ্রিস। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবারের দাবি, চিহ্নিত সন্ত্রাসীরা ডেকে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। নগরীর বহদ্দারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করার কারণে চক্ষুশূল ছিল আহত ইদ্রিস এবং তার ভাই।

আরও পড়ুন:

এর আগেও নানাভাবে হুমকি দেয়া হয়েছিল তাদের। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আহতের পরিবার।

এর আগে গতকাল (বুধবার, ৫ নভেম্বর) সন্ধ্যায় একই এলাকায় নির্বাচনি প্রচারণার সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সরোয়ার হোসেন বাবলা।

এফএস