ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে আগুনের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়েই ৩০০ গজ দূরে থাকা স্টেশন থেকে এক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো যোগ দেয়।
আরও পড়ুন:
সবমিলিয়ে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী, ঈশ্বরদী ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাতে ১টা ১৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মডার্ন ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার ফাইটার সদস্যরা কাজ করছে।’





