আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এসময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন:
এদিকে সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলো ৮৭ শতাংশ। সেই সঙ্গে গতকালের (বুধবার, ৫ নভেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে। আগামীকাল (শুক্রবার, ৭ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে।





