শহরের বন্ডাই বিচের ওপর জ্বলজ্বল করতে দেখা যায় চাঁদকে। আর গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে বেইজিংয়ের আকাশেও দেখো মেলে সুপার মুন। কুয়াশার কারণে চীনের আকাশে চাঁদকে ফ্যাকাশে লাল রঙ ধারণ করতে দেখা গেছে।
আরও পড়ুন:
এদিন চাঁদ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসায়, চাঁদকে স্বাভাবিকের চেয়ে বড় এবং বেশি উজ্জ্বল দেখায়।
এর আগে, চলতি বছরের প্রথম সুপার মুন দেখা গেছে ৭ অক্টোবর আর আগামী ৪ ডিসেম্বর দেখা যাবে বছরের শেষ সুপার মুন।





