পোস্টে ট্রাম্প লিখেছেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন, তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী। তাদের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইহুদীদের বিরুদ্ধে যাবে।
এর আগে, মামদানির পরিবর্তে আরেক ডেমোক্রেট অ্যান্ড্রু কুমোকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন তিনি। হুমকি দিয়েছিলেন- মামদানি মেয়র নির্বাচিত হলে নিউইয়র্ক শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় অনুদান বন্ধের ঘোষণা দেবেন তিনি।
এর আগে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। মেয়র নির্বাচনের আগাম ভোটে এগিয়ে ছিলেন তিনি।
নির্বাচনে মামদানির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রূ কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ছিলেন আলোচনায়। তবে সবাইকে পেছনে ফেলে জয় হলো মামদানির। জোহরান মামদানিকে শুধু মার্কিন রাজনীতিতে নয়, বৈশ্বিক পর্যায়েও আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠেন।
জুনে অনুষ্ঠিত প্রাইমেরি ইলেকশনে অভাবনীয় জয় পেয়ে লাইমলাইটে উঠে আসেন রাজনীতির মাঠে নতুন মামদানি। নির্বাচনি ইশতেহারে মামদানি সর্বজনীন চাইল্ড কেয়ার, ভর্তুকি পাওয়া ইউনিটগুলোর ভাড়া বাতিল, বিনামূল্যে পাবলিক বাস সার্ভিস ও সিটি কর্তৃপক্ষ পরিচালিত মুদি দোকানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।





