দুইশ’র বেশি ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ৪ মাদক কারবারি
গ্রেপ্তার হওয়া ৪ মাদক কারবারি | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬১ হাজার ৫০০ টাকা।

আজ (বুধবার, ৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবালয় উপজেলার দশচিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবালয় উপজেলার দশচিরা গ্রামের মৃত মাছেম শিকদারের ছেলে আজাদ শিকদার (৪০), সেলিম শিকদার (৩৫), উপজেলার চারিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে রাজু আহমেদ (২০) এবং একই গ্রামের মমেজ উদ্দিনের ছেলে কবির হোসেন (৩০)।

অভিযানে আজাদ শিকদারের কাছ থেকে ১০০ পিস, সেলিম শিকদারের কাছ থেকে ৫০ পিস, রাজু আহমেদের কাছ থেকে ৩০ পিস এবং কবির হোসেনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ চারজনের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এএইচ