আজ (সোমবার, ৩ নভেম্বর) বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ম্রো ছাত্র সংগঠন (বিএমএসএ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
রেংনয়া ম্রো নিখোঁজ হওয়ার পর স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশানুরূপ পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও রেংনয়া ম্রোকে উদ্ধারে প্রশাসনের ভূমিকা হতাশাজনক। তারা দ্রুত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার ও ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সহ দ্রুত রেংনয়া ম্রোকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।
মানববন্ধনে ম্রো সম্প্রদায়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।





