এদিকে, রোববার ইসরাইলি মন্ত্রীসভার বৈঠকে অংশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানান, গাজায় ইসরাইলি সৈন্যদের ওপর কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা হলে প্রতিশোধ নিতে প্রস্তুত তেল-আবিব। তিনি আরও জানান, গাজায় যেকোনো পদক্ষেপের খবর যুক্তরাষ্ট্রকে অবহিত করবে ইসরাইল।
আরও পড়ুন:
তেল-আবিবের অভিযোগ, গাজার যেসকল পয়েন্টে এখনো ইসরাইলি সেনা মোতায়েন রয়েছে, তাদের ওপর হামলা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। অন্যদিকে, রোববারও প্রাণ ঝরেছে গাজা উপত্যকায়। এদিন ইসরাইলি হামলায় প্রাণ গেছে ৩ ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ২৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।





