বাজারমূল্যে আবারো রেকর্ড এনভিডিয়ার

এনভিডিয়ার লোগো
এনভিডিয়ার লোগো | ছবি: সংগৃহীত
0

মার্কেটভ্যালু বিবেচনায় বিশ্বের প্রথম ফাইভ ট্রিলিয়ন ডলার কোম্পানি এখন গ্লোবাল সেমিকন্ডাক্টর লিডার এনভিডিয়া। বিশ্বজুড়ে এআই খাতের ক্রমবর্ধমান চাহিদা তাদের এ অবস্থানে নিয়ে এসেছে। এর মাধ্যমে একজন চিপ ডিজাইনার হিসেবে যাত্রা শুরু করা জেনসেং হুয়াং সাফল্যের মুকুটে আরো একটি পালক যুক্ত করলেন।

এনভিডিয়ার চিপ বর্তমানে ভূরাজিনীতিরও একটি অংশ হয়ে উঠেছে। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত দ্বন্দ্বের বিশাল অংশ দখল করে আছে এনভিডিয়ার এআই চিপ। ২০২২ সালে চ্যাটজিপিটি লঞ্চ হবার পর থেকে এখন পর্যন্ত এনভিডিয়ার শেয়ারের দাম ১২ গুণ বেড়েছে।

৪ ট্রিলিয়ন ডলার মার্কেটভ্যালুতে পৌঁছানোর মাত্র তিন মাসের মধ্যেই এনভিডিয়া ৫ ট্রিলিয়ন ডলারের নতুন এ রেকর্ড করেছে। ধারণা করা হচ্ছে এনিভিডিয়ার বাজারমূল্য ক্রিপ্টোকারেন্সীর বাজারমূল্যকেও ছাড়িয়ে যেতে পারে।

বিশ্লেষকরা বলছেন এনভিডিয়া চিপ তৈরিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। ২০২৩ সালে এনিভিডিয়ার বাজারমূল্য দাঁড়ায় ১ ট্রিলিয়ন ডলারে। পরের বছর ২০২৪ সালে ২ থেকে ৩ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য দাঁড়ায় এনভিডিয়ার।

এএইচ