বাজারমূল্যে আবারো রেকর্ড এনভিডিয়ার
মার্কেটভ্যালু বিবেচনায় বিশ্বের প্রথম ফাইভ ট্রিলিয়ন ডলার কোম্পানি এখন গ্লোবাল সেমিকন্ডাক্টর লিডার এনভিডিয়া। বিশ্বজুড়ে এআই খাতের ক্রমবর্ধমান চাহিদা তাদের এ অবস্থানে নিয়ে এসেছে। এর মাধ্যমে একজন চিপ ডিজাইনার হিসেবে যাত্রা শুরু করা জেনসেং হুয়াং সাফল্যের মুকুটে আরো একটি পালক যুক্ত করলেন।