২০২৭ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক শান্ত

নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত | ছবি: সংগৃহীত
0

আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজকে সামনে রেখে টেস্ট দলের অধিনায়কের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া নাজমুল হোসেন শান্তর সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাকেই ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। আজ (শনিবার, ১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে টেস্টে দলের অধিনায়ক থাকছেন শান্তই। কেবল আয়ারল্যান্ড সিরিজ নয়, ২০২৭ সাল পর্যন্ত তিনিই টেস্ট দলের নেতৃত্ব দেবেন।

নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ঠিক ছিলো না এ ফরম্যাটের অধিনায়ক। কারণ কলোম্বোতে শেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারার পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

গুঞ্জন ছিলো, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে দেয়া হতে পারে টেস্ট দলের ক্যাপ্টেন্সি। তবে সব গুঞ্জন উড়িয়ে সেই নাজমুল শান্তকেই ফের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। লাল বলের ক্রিকেটে ২০২৫ থেকে ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নেতৃত্ব দেবেন টাইগার এ টপ অর্ডার ব্যাটার।

এর আগে তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নাজমুল শান্ত। তবে টি-টোয়েন্টিতে পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে সরিয়ে লিটন দাসকে দেয়া হয় ক্যাপ্টেন্সি। এরপর ওয়ানডে থেকেও শান্তকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় মেহেদি হাসান মিরাজকে। শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুধু টেস্ট দলের দায়িত্বে ছিলেন শান্ত।

আরও পড়ুন:

২০২৩ সালে অধিনায়কত্বের দায়িত্ব নেয়ার পর শান্তর নেতৃত্বে এখন পর্যন্ত বাংলাদেশ টেস্ট খেলেছে ১৪ ম্যাচ। যেখানে ৪ জয়ের বিপরীতে আছে ৯ হারের রেকর্ড। শান্তোর অধীনে বাংলাদেশ ড্র করেছে একটি টেস্টে।

জয়ের সংখ্যাটা কম হলেও টেস্টে বাংলাদেশের ইতিহাসে সফলতম অধিনায়ক নাজমুল শান্তই। ৫ টেস্টের ওপরে নেতৃত্ব দেয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে জয়ের হার সবচেয়ে বেশি তারই। এখন পর্যন্ত শান্তর জয়ের হার প্রায় ২৯ শতাংশ। ১৯ ম্যাচে অধিনায়কত্ব করে ৪ জয়ে ২১ শতাংশ জয়ের হার নিয়ে দ্বিতীয়তে আছেন সাকিব আল হাসান। ৩৪ ম্যাচে মুশফিকুর রহিমের জয়ের হার ২০ শতাংশের একটু ওপরে। ১৭ ম্যাচে ৩ জয়ে মুমিনুলের ১৭ শতাংশ আর মাহমুদুল্লাহর ৬ ম্যাচে ১ জয়ে হারটা সাড়ে ষোলোর একটু বেশি।

সফলতা ও নেতৃত্বগুণ ও পারফরম্যান্স সবদিক বিবেচনা করে পুনরায় নাজমুল শান্তকেই টেস্টন দলের অধিনায়ক করেছে টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয়, আবারও সুযোগ পেয়ে টেস্টে সফলতার হার বাড়িয়ে নিতে পারেন কি না শান্ত।

এফএস