জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫৪ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের লোকদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে একটি দল। ভোট নিয়ে বারবার ক্ষমতায় যেয়ে শুধু নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাইদের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ইসলাম ধর্ম সম্পর্কে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে হিন্দু ভাইবোনদের মধ্যে মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করে এসেছে। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশেই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এখনো একই তথ্য ছড়ানো হচ্ছে। কিন্তু হিন্দু সম্মেলন প্রমাণ করেছে সনাতনী ধর্মের মানুষ ইসলাম সম্পর্কে সেই মিথ্যা তথ্য আর বিশ্বাস করছে না। এ সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নে এবং ওয়ার্ডে হিন্দু ভাইদের যোগদান না করতে হুমকি দেয়া হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে।’
এ সময় তিনি আরও বলেন, ‘কিন্তু সেই ভয় ভীতি উপেক্ষা করে তারা উৎসবমুখর পরিবেশে এ সম্মেলনে যোগদান করেছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রতি অত্যাচার নিপীড়ন হয়েছে তাদের জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে জামাত ইসলামী নেতাকর্মীরা সে সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে।’





