নেত্রকোণায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

দুর্ঘটনায় দুমরে মুচড়ে যায় অটোরিকশাটি
দুর্ঘটনায় দুমরে মুচড়ে যায় অটোরিকশাটি | ছবি: সংগৃহীত
0

নেত্রকোণা ময়মনসিংহ সড়কের নারানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। গতকাল (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে নেত্রকোণা ময়মনসিংহ মহাসড়কের পুর্বধলা উপজেলার নারানদিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ময়মনসিংহ থেকে নেত্রকোণা যাচ্ছিলো। এক পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে সিএনজি অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

আরও পড়ুন:

এতে ঘটনাস্থলেই চালক জলিল মিয়া ও এক যাত্রী নিহত হন। আহত হন আরও তিন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইএ